সংবাদদাতা,অন্ডাল,২ই জানুয়ারি : গতকাল গভীর রাতে অন্ডালের ছোরা ৭ নম্বর কোলিয়ারি তৃণমূলের একটা অলিখিত কার্য্যালয় ভাংচুরের ঘটনা ঘটে । এক স্থানীয় তৃণমূল কর্মী জানান,যেহেতু তাদের এলাকায় তৃণমূলের কোনো নির্দিষ্ট কার্য্যালয় নেই তাই এই ক্লাবেই দলের কাজকর্ম চালান স্থানীয় পঞ্চায়েত সদস্য রোবিন্দর যাদব । সেই দলীয় কার্যালয়ে থাকা চেয়ার, টেবিল ও জিনিসপত্র ভাংচুরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। খবর পেয়ে ঘটনাস্থানে অন্ডাল থানার বনবহাল ফাঁড়ির পুলিশ পুলিশ পৌঁছায় । দলীয় কার্যালয় ভাঙচুর ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায় ।
স্থানীয় এক তৃণমূল নেতা করুন মন্ডল জানান,পুলিশ প্রশাসনকে জানিয়েছি কড়া এই ঘটনার সাথে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেয়ার জন্য ।
বিজেপির পশ্চিম বর্ধমান জেলা সভাপতি লক্ষণ ঘরুই বলেন “তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব জেরে দলীয় কার্যালয় ভাঙচুর । এই ঘটনার সঙ্গে বিজেপি জড়িত নয় ।