করোনা যোদ্ধাদের সম্মাননা

0
411

সংবাদদাতা,অন্ডাল : করোনার যোদ্ধাদের সম্মাননা প্রদান ও দুঃস্থদের বস্ত্র দান অনুষ্ঠান আয়োজিত হল ইয়ং মেন্স অ্যাসোসিয়েশন নামে একটি সংগঠনের উদ্যোগে । রবিবার সন্ধ্যায় অনুষ্ঠানটি হয় উখড়া পুরাতন হাটতলায় জমিদার স্টেট চত্বরে । উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি সুভদ্রা বাউরী ,আসানসোল পৌরনিগমের কাউন্সিলর অভিজিৎ ঘটক , উখরা গ্রাম পঞ্চায়েতের সদস্য শরণ সাইগল সহ অন্যান্য পঞ্চায়েত সদস্যরা । করোনা অতিমারি বিরুদ্ধে যে সব চিকিৎসক , স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবী সংগঠন কাজ করেছে তাদের সম্মাননা প্রদান করা হয় আজকের অনুষ্ঠানে । এছাড়াও এলাকার আড়াইশো জন দুঃস্থ কে দেওয়া হয় শীতবস্ত্র সংগঠনের পক্ষ থেকে ।

RAJLAXMI JEWELLERS
SAFAL FOUNDATION
ABHISEKH GLASS
DR PRASAD ROY
Chinmoy Sasthri

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here