সংবাদদাতা, অন্ডাল : করোনা সংক্রমণ আটকাতে স্বাস্থ্যবিধি মেনে যারা দূগা পুজোর আয়োজন করবে সংস্থার পক্ষ থেকে তাদের দেওয়া হবে বিশেষ পুরস্কার, পুজোর আগে এমন ঘোষণা করা হয়েছিল ন্যাশনাল কোল্ডফিল্ড সিটিজেন ফরার্ম নামের একটি স্বেচ্ছাসেবী সংস্থা । উখড়া এলাকার জন্য ছিল এই ঘোষণা । এলাকায় মোট ৩০ টি দূর্গা পূজার আয়োজন হয়েছিল । পুজো কমিটি গুলি স্বাস্থ্যবিধি মানছে কিনা তার উপর নজরদারি রাখার ব্যবস্থা করেছিল সংস্থা । বুধবার বিকেলে সংস্থার পক্ষ থেকে সমস্ত রকম স্বাস্থ্যবিধি নিয়ম মেনে পুজো করার জন্য পুরস্কৃত করা হয় । প্রথম পুরস্কারের জন্য মনোনীত হয় উখরা কৃষ্ণচূড়া পল্লী পুজো কমিটি , দ্বিতীয় সারদাপল্লী আর তৃতীয় পুরস্কার দেওয়া হয় উখড়া মুখার্জি পাড়া পূজা কমিটি কে । পুরস্কার দেওয়ার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্ডাল ব্লক এর যুগ্ম বিডিও , উখড়া গ্রাম পঞ্চায়েত প্রধান রিতা ঘোষ ও ন্যাশনাল কোলফিল্ড সিটিজেন ফোরামের পক্ষে চেয়ারম্যান সুমিত বন্দ্যোপাধ্যায় ।