দুর্গাপুরঃ এবার করোনা আবহে একেবারেই পাল্টে গেছে বাংলার সেরা উৎসব দুর্গাপুজোর পরিবেশ। অনেক জায়গায় সুদৃশ্য মন্ডপ হলেও কলকাতা হাইকোর্টের নির্দেশে দর্শকদের মন্ডপে প্রবেশ নিষেধ। তাই কিছুটা হলেও পুজো উদ্যোক্তা ও দর্শকদের মধ্যে হতাশা দেখা দিয়েছে। তবে, করোনার জন্য সেই নির্দেশ সবাই মেনে নিয়েই আনন্দে মেতে উঠেছে। এই পরিবেশের মধ্যেই বেশ কিছু সমাজসেবী সংস্থা দুঃস্থ মানুষদের পাশে এসে দাঁড়িয়েছে। এরকমই একটি সংস্থা হল “এক টুকরো আশা”।এবার শারদীয়ার মহাসপ্তমীর পূণ্য লগ্নে “এক টুকরো আশা” পরিবার তাদের সামর্থ্য অনুযায়ী প্রায় ১০০জন দুস্থ মানুষের মুখে খাদ্য সামগ্রী তুলে দিয়েছে। এই শুভ দিন থেকেই তারা “খাদ্য বন্ধু ” নামে আরেকটি নতুন প্রকল্প শুরু করেছে। সংস্থার সম্পাদক অর্ণব চক্রবর্তী জানিয়েছেন, যদি কোন সুহৃদয় ব্যক্তি বা মহিলা তাদের প্রিয়জনদের জন্মদিন বিবাহ বার্ষিকী বা কোন মানুষের স্মৃতির উদ্দেশ্যে দুঃস্থ মানুষদের খাদ্য পরিবেশন করতে চান, সেই পুরো খাদ্য সামগ্রী দুঃস্থ মানুষদের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব নেবে তারা।