নিজস্ব সংবাদদাতা , পাণ্ডবেশ্বর — আজ পাণ্ডবেশ্বরের বাঁকোলা কোলিয়ারিতে ইন্দিরা চক এলাকায় স্থানীয় তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হল বসন পর অনুষ্ঠান। এই অনুষ্ঠানে বিধায়কের সঙ্গে উপস্থিত ছিলেন পান্ডবেস্বরের ব্লক সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী ,হরেরাম সিং, মদন বাউরি প্রমুখ ।
বসন পরো অনুষ্ঠানে বিধায়ক জানালেন দুর্গাপুজো থেকে আগামী ছট পূজা পর্যন্ত পাণ্ডবেশ্বর ব্লকের বিভিন্ন এলাকায় ৬০ হাজার শাড়ি বিতরণের কর্মসূচি রয়েছে তাদের ।পাণ্ডবেশ্বর ব্লকের দুঃস্থ গরিব মানুষদের মুখে একটু হাসি ফোটাতে এই উদ্যোগ বলে জানান তিনি ।
পুজোর মুখে দুঃস্থ গরিব মানুষেরা নতুন বস্ত্র পেয়ে স্বাভাবিক ভাবেই খুশি ।
অন্যদিকে বিধায়ক জিতেন্দ্র এই সভা থেকে বাবুল সুপ্রিয়কে কটাক্ষ করে বলেন ,বিজেপি তো তাঁকে হারাতে পারবে না। তবে তিনি বিজেপির কাছে একটা কাজে হারতে চান সেটা হল গরিব মানুষের পাশে থেকে বিজেপি দেখাক । বিধায়ক বলেন তিনি সামান্য বিধায়ক হয়ে যদি এলাকার গরিব মানুষের মুখে হাসি ফোটাতে ৬০ হাজার শাড়ি বিলির পরিকল্পনা নিতে পারেন তা হলে বাবুল সুপ্রিয় তার ডবল করে দেখাক এবং এই বিষয়েই তিনি বাবুল সুপ্রিয়র কাছে হারতে চান গরিব মানুষের মুখে হাসি ফোটাবার জন্য ।