সোমনাথ মুখার্জী,পাণ্ডবেস্বর– গত মাসের 28 তারিখ হটাৎ ধস হয় পান্ডবেস্বরের 8 নম্বর আবাসন এলাকায় । ঘটনায় প্রায় ২০টি বাড়িতে ফাটল দেখা দেয়। এই ঘটনার পর স্বাভাবিক ভাবেই আতঙ্ক ছড়ায় স্থানীয়দের মধ্যে।
ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসেন পান্ডবেস্বরের বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি । আসেন ইসিএলের নিচু তলার কিছু আধিকারিক। বিধায়ক এই ঘটনায় ইসিএল কেই দায়ী করে বলেন,অবিলম্বে ইসিএল এলাকার ধসে ক্ষতিগ্রস্ত লোকেদের খাওয়াদাওয়ার ব্যবস্থা করুক ও তাদের বসবাসের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে । কিন্তু বিধায়কের হুশিয়ারিতে কর্ণপাত করেনি ইসিএল । আজও পর্যন্ত ধস কবলিত এলাকার মানুষের জন্য কোন ব্যবস্থা করেনি ইসিএল।
তাই আজ সকাল থেকেই স্থানীয় তৃণমূল নেতা সন্তোষ পাসওয়ান এর নেতৃত্বে পাণ্ডবেস্বর এর জিএম অফিসের গেটের সামনে বিক্ষোভে সামিল হন । বিক্ষোভ কারীদের দাবি ধসে ক্ষতিগ্রস্ত এলাকার নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে,নইলে আগামী দিনে বৃহত্তর আন্দোলন এ নামবে এলাকার মানুষ । আজ সকাল থেকেই গেম অফিসের গেট বন্ধ করে বিক্ষোভ করে স্থানীয় তৃণমূল ।