সোমনাথ মুখার্জী, পাণ্ডবেশ্বর:- লাউদোহার মাধাইপুর কোলিয়ারি এলাকায় অবৈধভাবে গাছ কাঁটার অভিযোগ উঠলো কয়েকজন স্থানীয় দুস্কৃতির বিরুদ্ধে।
ঘটনা সূত্রে জানা গিয়েছে যে রবিবার ইসিএলের আধিকারিক দপ্তর বন্ধ থাকে। সেই সুযোগ বুঝে অবৈধভাবে গাছ কাঁটার শুরু করে দুস্কৃতির দল বলে ইসিএল সূত্রে জানা যায় । সোমবার বিষয়টি ইসিএলের আধিকারিকের কানে পৌঁছায় সঙ্গে সঙ্গে ইসিএলের নিরাপত্তারক্ষীরা গিয়ে গাছ কাঁটা বন্ধ করে দেয়। অবৈধভাবে গাছ কাটার বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয় লাউদোহার ফরিদপুর থানায়।
এই বিষয়ে মাধাইপুর কোলিয়ারি ম্যানেজার সৈয়দ ইস্তাক হোসেন বলেন যে, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ইসিএলের নিরাপত্তারক্ষী পাঠিয়ে অবৈধভাবে গাছ কাঁটা বন্ধ করা হয়েছে । এই ঘটনায় লাউদোহা ফরিদপুর থানার সঙ্গে সঙ্গে লিখিত অভিযোগ ও স্থানীয় পঞ্চায়েত সদস্য কে জানিয়েছেন বলে জানা তিনি। অভিযোগ পেয়ে কে বা কারা এই অবৈধ ভাবে গাছ কাটছিল,তার সাথে কারা যুক্ত আছে সবকিছুর তদন্ত শুরু করেছে লাউদোহার ফরিদপুর থানার পুলিশ।