পাপু লোহার:- কাঁকসা ব্লকের বিরুডিহা থেকে শোকনা গ্রাম অথবা পানাগড় পলাশ ডিহা ও আশেপাশের আরও ১০- ১৫ টি গ্রামের একমাত্র যোগাযোগের সেতু শোকনা সেতু নামে পরিচিত সেই সেতুটির আজ বেহাল অবস্থা। এই এলাকার মানুষ এই সেতু দিয়ে জীবন হাতে করে যাতাযাত করে। এলাকার বাসিন্দাদের অভিযোগ দীর্ঘ ১০ বছর ধরে তারা এই যন্ত্রণা থেকে মুক্তি পায়নি আর কবেই বা নতুন সেতু হবে তা নিয়েও ধোঁয়াশা রয়েছে তাদের মনে । তারা বলেছেন বারবার প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা হয় নি। এই বেহাল সেতু দিয়ে রোজ ১০থেকে ১২ হাজার মানুষ যাতাযাত করে ও ভারী যানবাহনের গাড়িও যাতাযাত করে ঘটে যেতে পারে যেকোনো মুহূর্তে বড়সড় দুর্ঘটনা।
এই এলাকার বাসিন্দা নির্মল বাউরী জানিয়েছেন এলাকার মানুষ বারবার পঞ্চায়েত ও ব্লক আধিকারিকদের জানানো সত্ত্বেও এই ব্রিজের প্রতি কোন ভ্রুক্ষেপ নেই। এই এলাকার বালি ব্যবসায়ীরা এই সেতুর উপর দিয়ে
বালির গাড়ি নিয়ে যায় প্রশাসনের ও সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। এলাকার মানুষেরা চাইছেন অবিলম্বে এই সেতু সংস্কার অথবা বিকল্প কোনো নতুন সেতু করা হোক যাতে এই এলাকার মানুষদের সুবিধা হয়। নতুবা এই এলাকার মানুষদের ৮ থেকে ১০ কিলোমিটার ঘুরপথে রাজবাঁধ হয়ে অথবা পানাগড় সিলামপুর ব্রিজ হয়ে যাতাযাত করতে হবে। সেই আশায় দিন দিন গুনছে এই এলাকার বাসিন্দারা কবে এই এই সেতুটি নতুন করে করা হবে।
কাঁকসা পঞ্চায়েত সমিতির সভাপতি নিখিল ডোম মহাশয় কে এ বিষয়ে জানানো হলে উনি বলেন এই বিষয়টি নিয়ে তিনি প্রশাসনকে জানাবেন অবিলম্বে যাতে এই সেতুর উপর দিয়ে ভারী যানবাহন চলাচল বন্ধ করা যায়। ও ওই সেতুর পরিবর্তে ওখানে যাতে নতুন একটি সেতুর ব্যবস্থা হয় সে বিষয়েও উনি উচ্চ মহলের সাথে কথা বলবেন। উনি আশ্বাস দিয়েছেন যত তাড়াতাড়ি সম্ভব এই সমস্যার সমাধান করা হবে।