শিক্ষক দিবসে শিক্ষককের অভিনব উদ্যোগ

0
589

সংবাদদাতা ,পাণ্ডবেশ্বর : – আজ ৫ই সেপ্টেম্বর, শিক্ষক দিবস, প্রতিবছর সাড়ম্বরে এই দিনটি পালিত হয়। তবে করোনা অতিমারির কারণে এ বছর তা হচ্ছে না। বন্ধ রয়েছে স্কুল প্রাইভেট টিউশন শিক্ষাপ্রতিষ্ঠান গুলি। তবে কোথাও কোথাও তা পালিত হচ্ছে সতর্কতার সাথে। যেমন শনিবার শিক্ষক দিবসে এক অভিনব ও ব্যতিক্রমী উদ্যোগ লক্ষ্য করা গেল পাণ্ডবেশ্বর নবগ্রাম এলাকায়। সাধারণত শিক্ষক দিবস অনুষ্ঠান পালিত হয় ছাত্র ছাত্রীদের উদ্যোগে। কিন্তু এখানে উদ্যোক্তা স্বয়ং স্কুলের প্রধান শিক্ষক- ই। স্থানীয় নবগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে রয়েছেন অরুণ কুমার দাঁ। আজ শিক্ষক দিবসের দিন তিনি নিজে পায়ে হেঁটে পৌঁছে যান এলাকার ছাত্র-ছাত্রীদের বাড়ি বাড়ি। নিজের উদ্যোগে ছাত্র-ছাত্রীদের হাতে তুলে দেন খাতা পেন্সিল সহ পড়াশুনোর উপহার। বাড়িতে বসেই উপহার পেয়ে স্বভাবতই খুশি খুদে পড়ুয়ারা। শিক্ষকের এই অভিনব উদ্যোগকে সাধুবাদ জানান অভিভাবকরাও। স্কুল ম্যানেজিং কমিটির সদস্য তথা এলাকার বাসিন্দা শেখ আলাউদ্দিন জানান অরুণ বাবুর আমলে স্কুলটির প্রভূত উন্নতি হয়েছে। স্কুলের ছাত্র-ছাত্রীর সংখ্যা যেমন বেড়েছে তেমনি বেড়েছে শিক্ষার মান ও। তিনি বলেন অরুণ বাবু সর্বদাই স্কুলের উন্নতির ব্যাপারে অভিনব চিন্তাভাবনা করেন এবং সেগুলি কে বাস্তবায়িত করে দেখান তিনি। অন্যদিকে অরুণ বাবু জানান শিক্ষক দিবস সাধারণত পালিত হয় ছাত্র ছাত্রীদের উদ্যোগে। করোনা অতিমারির কারণে এবার সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে , তাই বাড়ি বাড়ি গিয়ে ছাত্রছাত্রীদের হাতে কিছু উপহার তুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। তবে এই উদ্যোগের আসল উদ্দেশ্য হলো বাড়ি বাড়ি গিয়ে অভিভাবকদের কাছে খোঁজ নেওয়া ছাত্রছাত্রীরা বাড়ি তে নিয়মিত পড়াশোনা করছে কিনা। অভিভাবকরা ছেলেমেয়েদের পড়াশোনার উপর নজর রাখছে কিনা সেটাও দেখার উদ্দেশ্য ছিল। দীর্ঘদিন স্কুল বন্ধ রয়েছে বাড়িতে নিয়মিত পড়াশোনা না করলে স্কুল ছুটের সম্ভাবনা বাড়তে পারে। তা আটকাতেই ছাত্র-ছাত্রীদের সাথে শিক্ষকদের নিয়মিত যোগাযোগ রাখা প্রয়োজন। এসব কারণেই আজকের এই উদ্যোগ বলে জানান অরুণ বাবু।

RAJLAXMI JEWELLERS
SAFAL FOUNDATION
ABHISEKH GLASS
DR PRASAD ROY
Chinmoy Sasthri

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here