পাপ্পু লোহার, পানাগর:- রাজবাঁধের ডি ভি সি ক্যানেল পারের বাসিন্দারা দীর্ঘদিন ধরে রাস্তার সমস্যায় জর্জরিত। নেই কোন জল নিকাশের ব্যবস্থা। বারবার পঞ্চায়েত প্রধান ও নানা প্রশাসনিক মহলে জানানো হলেও হয়নি কোন সুরাহা। এখানে প্রায় ৫০টি পরিবার বসবাস করে। প্রত্যেকটি পরিবারের এই অবস্থার দারিদ্র্যে সীমার নিচে থাকায় নিজেরা বারবার পঞ্চায়েত প্রধানকে জানিয়েছে যাতে এই রাস্তাটি কিছু ব্যবস্থা করা যায়। এই পরিবারগুলির ছেলে ও মেয়েরা জলকাদা ভেঙ্গে ই তাদেরকে স্কুল কলেজে যেতে হয়। রাতের অন্ধকারে এ রাস্তা দিয়ে যাতায়াত করা প্রচন্ড দুষ্কর ১০ বছর ধরে এই যন্ত্রণার বুকে নিয়ে বেড়াচ্ছে ডিভিসি ক্যানেল পারের বাসিন্দারা।
বারবার অভিযোগ জানানো সত্ত্বেও কোনো সুরাহা না হওয়ায়
৫০০ফুট রাস্তার সারাই এর জন্য
এই পরিবারগুলি নিজেদের মধ্যে চাঁদা তুলে রাস্তা সারাই এর ব্যবস্থা করে।
গতকাল ১৫আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে এই রাস্তার শুভ সূচনা করে এলাকার বাসিন্দারাই।
আমলাজোরা গ্রাম পঞ্চায়েত প্রধান চয়নিকা পাল এর কাছে থেকে সেরকম কোনো সদুত্তর পাওয়া যায়নি এখনো পর্যন্ত।
এলাকার বাসিন্দারা এখনো সেই আশাতেই বুক বাঁধছে এই দশ বছরের যন্ত্রণা থেকে কবে মুক্তি পাবে কবে এই ৫০০ ফুট এর রাস্তা পাকা হবে সেই সঙ্গে জল নিকাশির ব্যবস্থা ।