পাপু লোহার , বুদবুদ:- বুদবুদের স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে লক্ষাধিক টাকার গয়না নিয়ে চম্পট দিল একদল দুষ্কৃতী। স্থানীয়রা জানিয়েছেন সমর সরকার নামে বুদবুদ সুকান্তনগর এর বাসিন্দার মানকুর রোডের একটি সোনার দোকান রয়েছে। দোকান থেকে সন্ধ্যাবেলা বাড়ি ফেরার সময় বুদবুদের সুকান্তনগর এ ঢোকার মুখেই মোটরসাইকেলে করে তিন জন দুষ্কৃতী ওই স্বর্ণ ব্যবসায়ীর উপর হামলা চালায়। এরপর দুটি গুলি চালানোর পর ওই স্বর্ণ ব্যবসায়ী বন্দুকের গুলিতে আহত হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন। এরপর ওই দুষ্কৃতীরা স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে লক্ষাধিক টাকার সোনার গয়না নিয়ে চম্পট দেওয়ার সময় স্থানীয়দের তাড়াকরে সেই সময় দুষ্কৃতীরা মোটরসাইকেলটি ফেলে দিয়ে চলে যায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে বুদবুদ থানার পুলিশ ও এসিপি শাস্বতী স্বেতা সামন্ত। পুলিশ জানান আমরা এলাকা ঘুরে দেখলাম কিছু ক্লু পাওয়া গেছে। খুব তাড়াতাড়ির মধ্যে দুষ্কৃতী ধরা হবে। এরকম ঘটনা ঘটায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে স্থানীয়দের মধ্যে।