সোমনাথ মুখার্জী,পান্ডবেস্বর :- দীর্ঘদিন ধরেই পান্ডবেস্বর স্টেশন সংলগ্ন রাস্তার বেহাল দশা। পান্ডবেস্বরের পুর পঞ্চায়েত এলাকার দৃশ্য এটা ।
প্রত্যেক বছর বর্ষা এলেই রাস্তা পরিণত হয় রীতিমত ছোট খাটো পুকুরে । মূলত এটিই পান্ডবেস্বরের প্রধান রাস্তার একটি। এই রাস্তা পান্ডবেস্বর থেকে দুর্গাপুর,বনগ্রাম ও গৌরবাজার যাবার প্রধান রাস্তা । প্রত্যেক দিন হাজরা গাড়ি যাতায়াত করে এই রাস্তা দিয়েই । এক প্রকার জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা দিয়ে যাতায়াত করতে হয় নিত্য যাত্রীদের বলে জানান এলাকারই এক ভুক্তভুগি নিত্য যাত্রী মোহাম্মদ রবিউল মন্ডল । রবিউল বাবু বলেন বর্ষা এলেই এই রাস্তায় বাইক নিয়ে পারাপার করা সাংঘাতিক ঝুঁকির ,কেননা বড় বড় গাড়ি হামেশাই খারাপ হয়ে রাস্তার ওপরেই দাঁড়িয়ে পড়ে। একে তো রাস্তা সংকীর্ণ হচ্ছে দিন দিন । অপর দিকে এই রাস্তায় নেই কোন জল নিকাশি
ব্যবস্থা। আর সেই কারণেই রাস্তায় জল জমে সমস্যায় ফেলে নিত্য যাত্রীদের ।
যদিও এই রাস্তার বেহাল দশার কথা স্বীকার করে বৈদ্যনাথ পুর পঞ্চায়েত প্রধান জবা সাহা জানান,প্রত্যেক বছর পঞ্চায়েত এই রাস্তা মেরামত করে থাকে। এবারেও মেরামতের আশ্বাস দেন তিনি । তবে স্থানীয়রা চান একটা স্থায়ী ব্যবস্থা ।