সংবাদদাতা,লাউদোহা– গতকাল লাউদোহার বনগ্রাম শিশু শিক্ষা কেন্দ্রে খাদ্য সামগ্রী কম দেওয়ায় প্রতিবাদে সরব হন ওই এলাকার বাসিন্দারা। শিশু শিক্ষা কেন্দ্রের কর্মীদের আটকে রেখে বিক্ষোভে সামিল হন । ঘটনাস্থলে সংবাদ মাধ্যম পৌঁছাতেই ধরা পড়ে যায় খাদ্যসামগ্রী কম দেওয়ার আসল সত্য।
সেই খবরের জেরেই আজ সকাল থেকেই সংশ্লিষ্ট শিশুশিক্ষা কেন্দ্রে পার্শবর্তী শিশু শিক্ষাকেন্দ্র থেকে ওজন করার সঠিক যন্ত্র এনে ওই কেন্দ্রের ছাত্র ছাত্রীদের অভিভাবকদের সঠিক পরিমানে খাদ্য সামগ্রী বিতরণ করা হয় । সঠিক পরিমানে খাদ্য সামগ্রী পেয়ে স্বভাবতই খুশি এলাকার মানুষ ।