সোমনাথ মুখার্জী,পান্ডবেস্বর– আজ বিশ্ব আদিবাসী দিবস। এই বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে পাণ্ডবেশ্বর থানার শ্যামসুন্দরপুর কলিয়ারি এলাকায় বিশ্ব আদিবাসী দিবস উদযাপন করা হয় । অনুষ্ঠানে আদিবাসী সমাজের নানান মান্য গন্য ব্যক্তির উপস্থিতি ছাড়াও উপস্থিত ছিলেন সিআই(বি) দেবজ্যোতি সাহা, পাণ্ডবেশ্বর থানার ভারপ্রাপ্ত আধিকারিক সঞ্জীব দে এবং লাউদোহা থানার ভারপ্রাপ্ত ইনচার্জ রাহুল দেব মন্ডল প্রমুখ। এছাড়াও পশ্চিমবঙ্গ আদিবাসী গাঁওতা সভাপতি রবিন সরেন, দিশম আদীবাসী গাঁওতা সভাপতি ডঃ সুরজিত সিং হাঁসদা(বাকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ প্রফেসার), পশ্চিম বর্ধমান আদিবাসী গাঁওতা জেলা সভাপতি দিলীপ সরেনরা। আদিবাসী গাঁওতা পান্ডবেস্বর ব্লক সভাপতি জলধর হেমব্রম জানান,আজকে বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে আদিবাসী সমাজের হারিয়ে যাওয়া রীতিনীতি,ও আদিবাসীদের নানান অধিকার নিয়ে আলোচনা হবে ।