সংবাদদাতা,অন্ডাল– ১৯৪২ সালে ব্রিটিশ শাসকদের এদেশ থেকে তাড়ানোর জন্য যেভাবে আন্দোলন হয়েছিল,ঠিক সেভাবেই বর্তমান কেন্দ্র ও রাজ্য সরকারের দমন মূলক নীতি ও ডাকে বেঁচে দেওয়ার যে প্রবণতা তার থেকে মুক্তি পেতে আজ সারা রাজ্য জুড়ে বামেদের শ্রমিক সংগঠন গুলি আইন অমান্য কর্মসূচি নিয়েছে ।
তাই আজ অন্ডালের কাজড়া এলাকার দুই নম্বর জাতীয় সড়ক কিছুক্ষনের জন্য অবরোধ করে এবং এই কর্মসূচি থেকে কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে স্লোগান ও তোলেন আন্দোলনকারীরা ।