মোহনবাগান দিবসে প্রীতি ফুটবল ম্যাচ

0
1155

সংবাদদাতা , অন্ডাল : মোহনবাগান ক্লাবের সমর্থকদের উদ্যোগে মঙ্গলবার উখরায় পালিত হল মোহনবাগান দিবস। এই উপলক্ষে স্থানীয় পূজারী মাঠে একটি প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয় । খেলাটি তে অংশ নেয় উখরা একাদশ ও উখরা ফুটবল একাডেমি । খেলাটি ১-১ গোলে ড্র হয় । খেলার প্রথম অদ্ধে উখরা ফুটবল একাডেমি ১-০ গোলে এগিয়ে ছিল । দ্বিতীয় অদ্ধে উখরা একাদশ গোল শোধ করে । দুটি দলের পক্ষে গোল করেন বরুন বাউড়ি ও দেব কুমার রায় । খেলার শেষে দু’দলের ফুটবলার ও মাঠে উপস্থিত দর্শকদের মহোনবাগান ক্লাবের লোগো দেওয়া মাস্ক উপহার দেওয়া হয় উদ্যোদাতাদের তরফ থেকে ।

RAJLAXMI JEWELLERS
SAFAL FOUNDATION
ABHISEKH GLASS
DR PRASAD ROY
Chinmoy Sasthri

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here