নিজস্ব সংবাদদাতা:- পানাগড় দার্জিলিং মোড়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শহীদ দিবস পালন করা হলো।
তৃণমূল সুপ্রিমো নির্দেশে করোনা মহামারীর কারণে এবছর কলকাতার রাজপথে একুশে জুলাই মঞ্চে হয়নি জনসমাগম। তাই সুপ্রিমো দলকে নির্দেশ দেয় এলাকার প্রত্যেকটি বুথে বুথে শহীদ দিবস পালন করার। আজ সকালে পানাগর দার্জিলিং মোড়ে এলাকার বিশিষ্ট তৃণমূল নেতা পল্লব ব্যানার্জি নেতৃত্বে শহীদ দিবস পালিত হল। এর পাশাপাশি জয়েন্ট স্ক্রীনের মাধ্যমে ভার্চুয়াল সবার ব্যবস্থা করা হয়। অনুষ্ঠানের সূচনা করেন পল্লব ব্যানার্জি দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে তারপর শহীদ বেদীতে মাল্যদান করেন ।এছাড়াও উপস্থিত ছিলেন ত্রিলোক চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সাহিনা বেগম, কাঁকসা গ্রাম পঞ্চায়েতের প্রধান শুক্লা সিং, কাঁকসা পঞ্চায়েত সমিতির অন্যতম সদস্যা বৈশাখী ব্যানার্জি ও এলাকার সমস্ত কর্মীরা।
তৃণমূল নেতা পল্লব ব্যানার্জি বলেছেন এবছর মহামারীর কারণে কলকাতা সভা র অনুষ্ঠান না হওয়ার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা প্রত্যেকটি হয়েছে বুথে বুথে শহীদ দিবস পালন করছি।
1993 এর একুশে জুলাই সেই অভিশপ্ত দিন সারা পশ্চিমবঙ্গবাসী কোনদিনই ভুলবে না। 1993 এর 21 জুলাই মমতা ব্যানার্জির ডাকে মহাকরণ অভিযান হাজার হাজার যুব কংগ্রেসের কর্মী রাস্তায় নামে তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু এই অভিযান রুখতে প্রত্যেকটি রাস্তায় ব্যারিকেড করে আটকানো হয় যুব কংগ্রেস কর্মীদের ও তারপর নির্বিচারে চালানো হয় গুলি সেই গুলিতে নিহত হয় 13 জন যুব কংগ্রেস কর্মী। সেদিনের রাজপথ রক্তে ভিজে যায়। সেদিনের ঘটনার আজও কোনো মীমাংসা হয়নি কে দোষী কেনই বা এই নির্বিচারে গুলি চালানো হয় আজও জানা যায়নি। এই ঘটনার পর থেকেই একুশে জুলাই কলকাতার শহীদ মঞ্চে শহীদ স্মরণ হয়ে আসছে।