সোমনাথ মুখার্জী, লাউদোহা : কর্মরত দুই সিভিক ভলেন্টিয়ার দের মারধরের অভিযোগে ৩ জন কে গ্রেফতার করল লাউদোহার ফরিদপুর থানার পুলিশ।
শনিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে লাউদোহা থানার ওল্ড ঝাঝরা কলোনির হনুমান মন্দির সংলগ্ন এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে গতকাল রাতে ওই এলাকায় পেট্রোলিং ডিউটি করছিলেন লাউদোহা থানার সিভিক ভলেন্টিয়ার্স কুশ ঘোষ ও চঞ্চল মাঝি। সেই সময় বেশ কয়েকজন যুবক সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল এলাকায়। সিভিক ভলেন্টিয়ার্স রা তাদের পথ আটকে জিজ্ঞাসাবাদ করার সময় আচমকাই ওই যুবকরা চড়াও হয় সিভিক ভলেন্টিয়ার দের উপর। মারধর করার পাশাপাশি এক ভলেন্টিয়ার্সের ইউনিফর্ম ছিড়ে দেয় তারা।
পরে পুলিশ অভিযুক্ত তিন জন কে আটক করে থানায় নিয়ে আসে। আজ দুর্গাপুর মহকুমা আদালতে অভিযুক্তদের তোলা হয় তাদের।
অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশের কাজে বাধা মারধরসহ ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট এর অভিযোগ দায়ের হয়েছে।