সোমনাথ মুখার্জি,অন্ডাল– খনি অঞ্চলে ধস একটা চিরাচরিত সত্য হয়ে দাঁড়িয়েছে । কিছুদিন আগেই অন্ডালের জামবাদ খোলামুখ খনির কারণে একটা পুত বাড়ি সমেত মাটির তলায় তলিয়ে যাওয়ায়,মৃত্যু হয় এক মহিলার।
গত তিনদিন আগেই আবার অন্ডালের হরিশপুর এলাকায় ধস হয় গমের মূল রাস্তায় । তারপর থেকেই আতঙ্কে দিন কাটছিল গ্রামবাসীদের । ধসের ঠিক একদিন পরেই আবার গ্রামের বাড়িগুলিতে ফাটল দেখা দিতে শুরু করলে গ্রামবাসীদের আতঙ্ক আরো বেড়ে যায়। গ্রামবাসীদের মধ্যে হটাৎ গ্রাম যদি মাটির তলায় তলিয়ে যায় তাহলে তো প্রাণে মারা যাবেন সকলেই । এই আশঙ্কায় ভুগছেন তারা।
এই অবস্থায় গ্রামের মানুষ শুধু একটাই দাবি করেন প্রশাসন ও ইসিএলের কাছে সেটা শুধু পুনর্বাসন চায় তারা। গতকাল অন্ডাল ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক ঘটনাস্থলে এলে গ্রামবাসীরা তাকে ঘিরে বিক্ষোভ দেখান । যদিও আজও পর্যন্ত ইসিএলের তরফে পুনর্বাসন নিয়ে কোনো উত্তর পাওয়া যায়নি এমনটাই জানান স্থানীয়রা।
গ্রামবাসী আনন্দ চৌধুরী জানান,যখন প্রশাসন ও ইসিএল তাদর্র গ্রামের পুনর্বাসন নিয়ে কোনো সঠিক উত্তর দিতে পারছেন না,তখন প্রাণ বাঁচাতে ঘরবাড়ি ছেড়ে অন্যত্র পালাতে বাধ্য হচ্ছেন। একেই এখন দেশ তথা রাজ্য জুড়ে করোনার যে ভয়াবহ আবহ বহলছে তাতে হটাৎ নিজের ঘরবাড়ি ছেড়ে অন্যত্র কোনো স্থানে মাথা গুঁজেও শান্তিতে নেই হরিশপুর গ্রামের মানুষ।