সোমনাথ মুখার্জি,পান্ডবেস্বর– ভারত মাতার বীর শহীদদের স্মরণে পাণ্ডবেশ্বরের খোট্টাডিহী গ্রামে জামুরিয়া ব্লক 2 এর SC/ST/OBC CELL এর পরিচালনায় আজ একটা রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। এই রক্তদান শিবির মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি মাননীয় বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি মহাশয়, ও পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের অবজারভার কর্ণেল দীপ্তাংশু চৌধুরী মহাশয়।
এই ব্লাড ডোনেশন ক্যাম্পে মোট 50 জন রক্ত দান করেন। এই রক্তদান অনুষ্ঠানে সহযোগিতা করেছেন আসানসোল জেলা হাসপাতাল। করোনা সংক্রান্ত সমস্ত নিয়ম-নীতি মেনে এই রক্তদান শিবির।
এই অনুষ্ঠানে এসে বিধায়ক এবং দীপ্তাংশু চৌধুরী বলেন কেউ ব্যক্তিগত জীবনের জন্য ভাল কাজ করে তাহলে তিনি তাদের পাশে সবসময় আছেন এবং থাকবেন। এই রক্তদান মহান দান। এই করোনা দুর্বিষহ সময়ে রক্তের আকাল সংকট মেটাতে এই মহৎ উদ্যোগকে সাধুবাদ জানাই।