পাপ্পু লোহার ,কাঁকসা:- ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জী হেলথ মিশন পশ্চিম বর্ধমান জেলা পক্ষ থেকে গতকাল একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এটিন রক্তদান শিবিরে উপস্থিত ছিল রাজ্য সম্পাদিকা অঙ্কিতা কুন্ডু, রাজ্য সহ-সভানেত্রী সোমা সৎপতি, পশ্চিম বর্ধমান জেলা সভাপতি মানিক বিশ্বাস ও কর্মী-সমর্থকেরা।
এদিন মহিলা পুরুষ মিলে মোট ৫৪জন রক্ত দান করে। সমস্ত সচেতনা অবলম্বন করেই আজকে এই রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। বিশিষ্ট সমাজসেবক ডক্টর অশোক কুমার গোস্বামী ওডক্টর কৃষ্ণ গোপাল মন্ডল উপস্থিত ছিলেন তারা বলেন এই মহামারী সময় এই রক্তদান শিবির খুব মহৎ কাজ বলে জানায় ও আরো বলেন আগামীদিনে ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জী হেলথ মিশন কে আরও এগিয়ে যাবার আহ্বান জানান বলেন আমরা তোমাদের সাথে আছি তোমরা এগিয়ে চলো।