পাপ্পু লোহার, কাঁকসা:-পেট্রোল ও ডিজেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে আজ পানাগর গ্রাম ৪৫,৪৬ ও ৪৭ নম্বর বুথের উদ্যোগে এক প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয় । তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো নির্দেশে প্রত্যেক বুথে বুথে যে কর্মসূচি পালনের নির্দেশ দিয়েছিলেন যে ভাবে লাগামছাড়া ডিজেল, পেট্রোল, রান্নার গ্যাসের, মূল্য বৃদ্ধির পাশাপাশি রেলকে বেসরকারিকরণের বিরুদ্ধে এই প্রতিবাদ মিছিল। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন ইস্যুর প্রতিবাদের এই মিছিলে পা মেলালেন তিলক চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান শাহিনা বেগম এবং অঞ্চল ও বুথের অন্যান্য নেতৃত্বরা। আগামী দিনেও দলের যে সমস্ত কর্মসূচি আছে সেগুলিও এই বুথ থেকে মাননীয় প্রধান নিজের উপস্থিতিতে কর্মসূচি পালন করবেন।