সোমনাথ মুখার্জী,লাউদোহা — লাউদোহার নবঘনপুরের বাসিন্দা নবনী সূত্রধরের ছোট ছেলে রোহিত সূত্রধরের(২০) ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে এলাকায় নেমেছে শোকের ছায়া।
মৃতর দাদা সুমন্ত সূত্রধর জানান,সম্ভবত তার ভাই রোহিত কোনো মেয়েকে ভালোবাসত । কিছুদিন যাবৎ সেই মেয়েটির সঙ্গে তার সম্পর্ক ছিন্ন হয়ে যাওয়ায় রোহিত খুব মন মরা হয়েছিল । সম্ভবত সেই কারণেই ভালভাসায় ব্যর্থ হয়েই রোহিত মৃত্যুর এই পথ বেছে নিয়েছে।
পরিবার সূত্রে জানা যায়,গতকাল সন্ধ্যা বেলা রোহিত বাড়ি থেকে বের হয় । তারই ৯টা পর্যন্ত বাড়ি না ফেরায় ,তাকে খুঁজতে বের হয় বাড়ির লোকজন ও তার বন্ধুরা। রাত্রি ১২টা পর্যন্ত খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি রোহিতকে ।
আজ সকালেও তাকে খুঁজতে বের হয় বাড়ির লোক ,তখন খবর পাওয়া যায় ঝাঁজরা ১/২কলিয়ারির অদূরে একটা জঙ্গলের গাছে ঝুলন্ত অবস্থায় কাওকে দেখা গেছে । বাড়ির লোক সেখানে গিয়ে দেখেন ঝুলন্ত যুবক তাদের রোহিত । ঘটনাস্থলে লাউদোহার ফরিদপুর থানার পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়।
এই ঘটনায় কান্নায় ভেঙে পড়েন মৃত রোহিতের পরিবার। পরিবারের তরফে কারো সম্পর্কে কোনো অভিযোগ দায়ের হয়নি।
তবে ফরিদপুর থানার পুলিশ যুবকের মৃত্যুর আসল কারণ জানতে তদন্ত শুরু করেছে।