সোমনাথ মুখার্জী ,লাউদোহা– আজ দুর্গাপুর ফরিদপুর ব্লক এর লাউদোহা একটা তাহলে নবনিযুক্ত এস বি এস টি সি চেয়ারম্যান কর্নেল দীপ্তাংশুর সংবর্ধনা সভার আয়োজন করা হয় । এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর ফরিদপুর ব্লক সভাপতি সুজিত মুখার্জি, আসানসোলের মেয়র তথা পাণ্ডবেশ্বর এর বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি ছাড়াও তৃণমূলের আরও অনেক ছোট-বড় নেতৃবর্গ ও তৃণমূল কর্মী সমর্থকরা।
বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি নবনিযুক্ত এস বি এস টি সি-র চেয়ারম্যান কে সরকারি পরিবহন যোগে গ্রামকে শহরের সাথে সংযুক্ত করার কথা বলেন। বিধায়ক এও বলেন যেহেতু দীপ্তাংশু চৌধুরী পশ্চিম বর্ধমান জেলার লোক। জেলায় সরকারি পরিবহন যোগের আরো উন্নয়ন হবে এমনটাই আশা রাখেন তিনি।
নবনিযুক্ত চেয়ারম্যান দীপ্তাংশু বাবু জানান তার প্রথম কাজ হবে পশ্চিম বর্ধমান জেলার জন্য সরকারি পরিবহন ব্যবস্থার আরও উন্নতি করা।