পাপ্পু লোহার, কাঁকসা :- আজ দুপুরে পানাগড় রনডিহা মোড়ে পুরনো জাতীয় সড়কের উপর অভিনব ভাবে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাল পানাগর বাজার ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে।
পুরনো জাতীয় সড়কটি এখন p.w.d. অধীনে থাকায় সেই সড়কটি আজ খানাখন্দে ভরা। কোথাও কোথাও বৃষ্টিতে এতটাই জল জমে যায় যে বোঝার উপায় নেই এটি এক সময় জাতীয় সড়ক ছিল যা আজ পুকুরে পরিণত হয়েছে। ভারতীয় জনতা পার্টির নেতা রমন শর্মা জানিয়েছেন প্রশাসনকে বারবার বলা সত্ত্বেও তাদের কোনো হেলদোল নেই এই রাস্তা ধরেই এলাকার সমস্ত পড়ুয়াদের স্কুলে যেতে হয় এছাড়াও এই রণ্ডিয়া মোড় অতি ব্যস্ততম জায়গা যেখানে ভিন রাজ্য থেকে আসে গাড়ির সমস্ত ধরনের মাল কিনতে সেখানে ঘটতে বড় দুর্ঘটনা। তিনি বলেছেন এই রাস্তার উপর দিয়ে প্রশাসনের সামনে দিয়ে ওভারলোড গাড়ি চলাচল করে প্রশাসন কোন ব্যবস্থা নেয় না। তিনি জানি আরও জানিয়েছেন এরপর যদি প্রশাসন কোন ব্যবস্থা না নেয় পানাগর বাজার ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবে।
অন্যদিকে ভারতীয় জনতা পার্টির কাঁকসা 2 নং মন্ডল তিলক চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতে আজ সকালে একটি স্মারকলিপি জমা দেয়। পানাগর এর 49 নম্বর বুথে র পলাশ দিহা গ্রামের দুটি রাস্তা দীর্ঘদিন থেকেই বেহাল অবস্থায় পড়ে রয়েছে। এর আগেও তিলক চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতে গ্রামবাসীরা জানিয়েছেন তার সত্বেও কোন ব্যবস্থা নেয়নি গ্রাম পঞ্চায়েত। এই বর্ষায় এলাকাবাসীকে যাতাযাত এর ক্ষেত্রে বড় সমস্যায় পড়তে হচ্ছে । বিজেপি নেতা রমন শর্মা জানিয়েছেন যে পঞ্চায়েত প্রধান যদি 10 দিনের মধ্যে এই বেহাল রাস্তার সংস্কার না করে ওই এলাকার সমস্ত মানুষ একজোট হয়ে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে। মাননীয় প্রধান শাহিনা বেগম আশ্বাস দিয়েছেন যে অবিলম্বে রাস্তাটি সংস্কার করা হবে।