কয়লা শিল্পে ধর্মঘটিদের আটক করায় উত্তেজনা লাউদোহায়

0
724

সোমনাথ মুখার্জী,লাউদোহা — কেন্দ্রীয় সরকারের কমার্শিয়াল মাইনিং এর নীতির বিরুদ্ধে একাধিক কেন্দ্র ট্রেডউনিয়ন গুলির একযোগে টানা তিন দিন কয়লা শিল্পে ধর্মঘটের ডাক দিয়েছে। বৃহস্পতিবার ধর্মঘটের প্রথম দিনেই উত্তেজনা ছড়ালো লাউদোহার ফরিদপুর থানার অন্তর্গত ইসিএলের ঝাঁজরা প্রজেক্টে।
সকাল আটটা থেকে ধর্মঘটের সমর্থনে জমায়েত করে citu, bms, hms, intuc, ও aituc শ্রমিক সংগঠনের লোকেরা । ধর্মঘটের বিরোধিতায় পাল্টা জমায়েত করে inttuc অনুমোদিত kksc শ্রমিক সংগঠনের লোকেরা । বচসা থেকে দুদলের সমর্থনে হাতাহাতিতে জড়িয়ে পড়ে দুই দলের লোকেরা।
ধর্মঘটিরা কলিয়ারী বন্ধের পাশাপাশি পরিবহনের বেশ কিছু গাড়ি রাস্তা আটকায়। অভিযোগ ইসিএল কর্তৃপক্ষ নিয়ম নীতি না মেনেই ওভারলোডিং গাড়ি রাস্তায় চলাচল করাচ্ছে। যার ফলে নিত্যদিন ঘটে দুর্ঘটনা । ধর্মঘটিরা ওই গাড়ি গুলি আটকে বিক্ষোভ দেখতে থাকলে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পাঁচজন ট্রেডউনিয়ন নেতাকে আটক আটক করে থানায় নিয়ে আসে । এই ঘটনায় ধর্মঘটে সামিল ট্রেড উনিয়ন গুলি থানার সামনে এসে বিক্ষোভ শুরু করেন । ঘটনাস্থলে আসেন cpim এর প্রাক্তন বিধায়ক গৌরাঙ্গ চ্যাটার্জী । তিনি অবিলম্বে আটক ট্রেড উনিয়ন নেতাদের বিনা শর্তে ছেড়ে দেবার জন্য । অবশেষে চাপে পড়ে আটক ট্রেড উনিয়ন নেতাদের বিনা শর্তে ছেড়ে দিতে বাধ্য হয় ।

RAJLAXMI JEWELLERS
SAFAL FOUNDATION
ABHISEKH GLASS
DR PRASAD ROY
Chinmoy Sasthri

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here