নিজস্ব সংবাদদাতা:- পেট্রোল ডিজেলে-র অত্যাধিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে কাঁকসার রাজবাঁধ এ ioc গেটের সামনে গরু গাড়ি নিয়ে কাঁকসা ব্লক জাতীয় কংগ্রসের পক্ষ থেকে প্রতিবাদ সভা করে।
দিন দিন বেড়েই চলছে পেট্রোল ডিজেলে দাম তার উপর আবার এই সবে লক ডাউন শেষ হয়ে মানুষ হাতে নেই টাকা এ অবস্থায় কি করে মানুষ দিনযাপন করবে।
তাই কাঁকসা ব্লক জাতীয় কংগ্রেস রাজবাঁধ বাসষ্ট্যান্ড থেকে গরু গাড়ী নিয়ে IOC গেটে পর্যন্ত মিছিল করে ও গেটের সামনে তারা প্রতিবাদ সভা করে । তারা সাধারণ মানুষের কাছে এই বার্তা দেন যে অত্যাধিক পেট্রোল ডিজেলে দাম বেড়ে যাওয়ায় মানুষ কে আবার সেই গরু গাড়িই সম্বল করে পুরনো দিনের মত সড়কে নামবে গরু গাড়ি নিয়ে। গরু গাড়ি মানুষের জীবনে চলাচলের সহজ উপায় কেনো না ,গরু গাড়িতে পেট্রোল ডিজেলে লাগেনা তাই এই দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে মানুষ এই অভিনব পন্থা কে কাজে লাগিয়ে কেন্দ্রীয় সরকারকে বলতে চেয়েছেন যে অন্তত এবার সাধারণ মানুষের কথা ভেবে পেট্রোপণ্যের দাম কমানো হোক নতুবা ভারতবর্ষের সাধারণ মানুষের জীবনযাত্রা থমকে যাবে।
এদিনের প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন জাতীয় কংগ্রেসের নেতা দেবেশ চক্রবর্তী, পুরো ব্যানার্জি, দেবাশীষ বিশ্বাস, অশোক শামসুল, জয় গোপাল দে ও আরো অন্যান্য নেতৃত্ব বৃন্দ। কংগ্রেস নেতা দেবেশ চক্রবর্তী জানিয়েছেন অবিলম্বে যদি কেন্দ্রীয় সরকার পেট্রোল-ডিজেলের দাম না কমায় তাহলে আগামী দিনে তারা রাস্তায় নামতে বাধ্য হবে ও বৃহত্তর আন্দোলনে র পথে যাবে ।