লাউদোহা:- পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে গত রাতে লাউদোহার সরপি বাউরি পাড়া এলাকায় হঠাৎ লাউদোহার ফরিদপুর থানার পুলিশ হানা দেয়। জুয়ার ঠেক থেকে জুয়া খেলার সরঞ্জাম সহ নগদ টাকা ও উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থল থেকে ৯ জনকে আটক করা হয়। আজ অর্থাৎ সোমবার সকালে আটক ব্যক্তিদের দুর্গাপুর আদালতে তোলা হয়। পুলিশ সূত্রে জানা যায় জুয়াড়িদের জুয়া খেলার সাথে সাথে একসাথে দল বেঁধে থেকে ” *কোভিড 19* ” এর বিধি ভঙ্গের কেস ও দেওয়া হয় ।