পাপ্পু লোহার, কাঁকসা:- অন্যায়ের প্রতিবাদ করায় এক যুবককে পিটিয়ে মারার অভিযোগ। উত্তপ্ত দুর্গাপুরের কাঁকসা থানার অন্তর্গত বিহারপুর গ্রাম। উত্তেজিত স্থানীয় বাসিন্দারা অভিযুক্তদের গ্রেপ্তারের দাবীতে মৃতদেহ রাস্তায় রেখে দিয়ে বিক্ষোভ শুরু করে দিল. পুলিশকে ঘিরে ধরেও বিক্ষোভ শুরু করে দেয় উত্তেজিত স্থানীয় জনতা। মৃতের নাম কালিচরণ ব্যানার্জী. বছর আটত্রিশের কালিচরণ বাবু ও তার স্ত্রী দুর্গাপুর স্টেশন বাস স্ট্যান্ড সংলগ্ন সেন মার্কেটে সবজি বিক্রি করে কোনোক্রমে সংসার চালাতেন। অভিযোগ কালিচরণ ব্যানার্জীর জেঠতুতো দাদা ও দুই ভাইপো প্রায়শঃই রাস্তার মধ্যে নোংরা ফেলতো। নিত্যদিনই এই নিয়ে ঝামেলা হতো এই দুই পরিবারে। যে অশান্তি চরমে পৌঁছোয় শুক্রবার সকালে। একইভাবে রাস্তায় আবর্জনা ফেলার প্রতিবাদ করেছিলেন কালিচরণ বাবু। অভিযোগ তার জেঠতুতো দাদা গৌরাঙ্গ ব্যানার্জী আর দুই ভাইপো বুদ্ধদেব ব্যানার্জী ও দিবাকর ব্যানার্জী কালিচরণ বাবুকে ঘর থেকে বের করে নিয়ে গিয়ে সামনের একটি জঙ্গলে নিয়ে যায় এরপর তাকে ব্যাপক মারধর করে গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে দেওয়া হয় হয়। এই ঘটনার জেরে নিমেষে উত্তেজনা ছড়ায় এলাকায়। উত্তেজিত স্থানীয় বাসিন্দারা প্রথমে বিহারপুরে মৃতের বাইরের সামনের রাস্তায় দেহ ফেলে রেখে বিক্ষোভ শুরু করে দেয়। অভিযুক্তদের গ্রেপ্তারের দাবীতে এরপর উত্তেজিত স্থানীয় বাসিন্দারা দুর্গাপুর বিহারপুর রোডে মৃতদেহ ফেলে রেখে বিক্ষোভ শুরু করে। আটকে রাখা হয় কাঁকসা থানার পুলিশকে। এই ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে কাঁকসা থানার বিহারপুরে।