নিজের বাড়িতেই আত্মঘাতী স্কুল ছাত্রী

0
739

সোমনাথ মুখার্জী,পান্ডবেস্বর:- আজ অর্থাৎ বৃহস্পতিবার নিজের বাড়ি থেকেই ঝুলন্ত অবস্থায় উদ্ধার হল এক স্কুল ছাত্রীর মৃতদেহ । ঘটনাটি ঘটেছে পান্ডবেস্বরের ডাঙ্গাল ধাউড়া এলাকায় । মৃতার বাবা পেশায় রিস্কো ভ্যান চালক মকবুল মিঞা বলেন,আজ বেলা ১১:৩০ মিনিট নাগাদ তাকে খবর দেওয়া হয় যে তার মেয়ে গলায় দড়ি দিয়েছে। বাড়িতে তখন পরিবারের অন্য কেউ না থাকার সুবাদে নিজের বাড়িতেই দুই বোন এক সাথে গলায় দড়ি দিয়ে আত্মহত্যার চেষ্টা করে । কিন্তু চিৎকার চেঁচামেচিতে এলাকার লোক ছুটে এসে দেখে দুইজন ঝুলন্ত অবস্থায় একজন কে এলাকার মানুষ বাঁচাতে পারলেও একজন মারা যায় বলে স্থানীয় সূত্রের খবর। মৃত স্কুল ছাত্রী নাম খাস মুন খাতুন । উখরার একটা সরকারী হিন্দি মিডিয়াম বিদ্যালয়ের ক্লাস এইট এর ছাত্রী । অল্পের জন্য প্রাণে বেঁচে যায় তার দিদি ওই স্কুলের ক্লাস নাইন এর ছাত্রী নাজমুন খাতুন।
এই ঘটনায় স্বাভাবিক ভাবেই শোকের ছায়া নেমেছে এলাকায় । ঘটনাস্থলে পান্ডবেস্বর থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়। এবং কি কারণে দুই বোন একসাথে আত্মহত্যার চেষ্টা করল ? তার সম্পুর্ন ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

RAJLAXMI JEWELLERS
SAFAL FOUNDATION
ABHISEKH GLASS
DR PRASAD ROY
Chinmoy Sasthri

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here