সোমনাথ মুখার্জী,লাউদোহা:- আজ সকালে বাড়ী ফিরল লাউদোহা ব্লকের গোগলা অঞ্চলের মাধাইপুর খাটাল পাড়ার করোনা আক্রান্ত ব্যক্তি।
কোরোনা আক্রান্তের খবর চাউর হতেই এলাকায় একটা চাঞ্চল্য ছড়িয়ে পড়েছিল। আজ দুর্গাপুরের কোরোনা হাসপাতাল সনকা থেকে কোরোনা থেকে সুস্থ্য হয়ে বাড়ি ফিরল।
ওই ব্যাক্তির চলতি মাসের ৯ তারিখে করোনা প্রজেটিভ ধরা পরে। স্থানীয় সূত্রে জানা যায় ওই ব্যক্তি মুম্বাই থেকে শ্রমিক স্পেশাল ট্রেনে বাড়ি ফেরেন। ট্রেন থেকে নেমেই তাদের কোরোনা টেস্ট করা হয় । বাড়ি ফিরে ওই যুবক হোম কুয়ারেন্টাইন ছিলেন । কয়েকদিন পর খবর আসে যে ওই যুবক কোরোনা পজেটিভ। সঙ্গে সঙ্গে তাকে দুর্গাপুরের কোরোনা হাসপাতালে ভর্তি করা হয়। প্রশাসনের তরফে এলাকা স্যানাটাইজ করা হয়। আজ সেই ব্যাক্তি সম্পূর্ণ করোনা নেগেটিভ হয়ে সকালে দুর্গাপুর কোরোনা হাসপাতাল সনোকা থেকে বাড়ী ফিরল। পাণ্ডবেশ্বরের বিধায়ক তথা মাননীয় জিতেন্দ্র কুমার তেওয়ারি ও লাউদোহা ব্লক সভাপতি সুজিত মুখার্জির নির্দেশ অনুযায়ী স্থানীয় নেতা গৌতম ঘোষের হাত দিয়ে ফুলের মালা ও পুষ্পস্তবক দিয়ে তাকে বরণ করা হয়।
যুবকের সুস্থ্য হয়ে ফেরার পর এলাকায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন এলাকাবাসীরা।