নিজস্ব সংবাদদাতা:- বর্তমান পরিস্থিতির জন্য অতিরিক্ত টোল প্লাজায় টোল নেওয়ার প্রতিবাদে বেসরকারি বাস পরিষেবা পুনরায় চালু করা নিয়ে এখন অনিশ্চয়তার পথে।
গত ৮তারিখে রাস্তায় বেসরকারি বাস নামলেও একদিকে যেমন যাত্রী না থাকার ফলে বাস চালিয়ে বাসের খরচ ও তেলের টাকা উঠছে না ,অপর দিকে টোল প্লাজায় যে পরিমানে টোল নেওয়া হোচ্ছে তাতে বাস পরিষেবা কোনো ভাবেই চালু করা সম্ভব নয় বলেই জানিয়ে দিলেন বেসরকারি বাস মালিক সংগঠন।
রবিবার পানাগড়ে দুই বর্ধমান, বীরভূম,বাঁকুড়ার মোট ৯টি বাস অনার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের একটি বৈঠক হয়। সেই বৈঠকে সিদ্ধান্ত হয় পূর্বে যেখানে ১৩০টাকা টোল দেওয়া হতো সেই টোল বর্তমানে ২৪৫ টাকা করে দিতে হোচ্ছে।তাই বর্তমান পরিস্থিতিতে টোল দিয়ে কোনো ভাবেই বাস চালানো তাদের সম্ভব নয় বলে জানিয়েছেন পানাগড় বাস অনার্স এসোসিয়েশনের সম্পাদক পরিমল মুখার্জী।
তিনি জানিয়েছেন পুরানো টোল হিসাবে ১৩০টাকা ধার্য করলে তবেই বাস চালানোর সিদ্ধান্ত নেবেন না হলে নয়।তবে এই বিষয়ে পরিবহন মন্ত্রীর দারোস্ত হবেন তারা জানিয়েছেন।তবে সমাধান সূত্র বের না হওয়া পর্যন্ত আপাতত বেসরকারি বাস পরিষেবা বন্ধই থাকছে তা স্পষ্ট জানিয়েছেন তিনি।