বৃহস্পতিবার রাত্রি বারোটা নাগাদ লাউদোহার বনগ্রাম জল টাংকির কাছে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া ডাকাত দল কে পাকড়াও করল লাউদোহার ফরিদপুর থানার পুলিশ।
গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ ডাকাতদের ধরতে হানা দেয় বনগ্রাম এলাকায়। সেখানে সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করে পুলিশ । ধৃতরা হল শেখ আরশাদ খান(20,)ও শেখ আব্দুল মান্নান(৩৬) দুজনেই পান্ডবেস্বরের দান্য গ্রামের বাসিন্দা বলে জানা যায়। ধৃতদের কাছ থেকে শাবল, দড়ি ও ভোজলি পাওয়া যায়। পুলিশের অনুমান দলে আরো ছয় সাতজন থাকতে পারে ।
ধৃতদের আজ আদালতে তোলা হবে। ডাকাতদলে আরো কে কে আছে তার তদন্তে নেমেছে লাউদোহার ফরিদপুর থানার পুলিশ ।