সোমনাথ মুখার্জী, পাণ্ডবেশ্বর:-
ইসিএলের কয়লা খনি গুলোতে “কমার্শিয়াল কোল” পদ্ধতি লাগু হতে চলেছে । এমনটাই দাবি শ্রমিক সংগঠনগুলোর । শ্রমিক সংগঠনগুলোর দাবি কমার্শিয়াল কোল পদ্ধতি চালু হলে কয়লা শিল্প সরাসরি বেসরকারিকরণের পথে চলে যাবে । ফলে সরকার অধীনস্থ যেসব কোলিয়ারি গুলো থাকবে সেগুলো দিনে দিনে রুগ্ন হয়ে যাবে । কোলিয়ারি গুলিতে কাজ হারাবে প্রচুর শ্রমিক। এমনটাই দাবি শ্রমিক সংগঠন গুলির । এই আন্দোলনে সামিল কয়লাখনি গুলির শ্রমিক সংগঠন যেমন এইচ এম এস ,বি এম এস, আইএনটিটিইউসি প্রমূখ।
কয়লা শিল্পে বেসরকারিকরণ ঢুকতে দশটা থেকে অন্ডাল, পাণ্ডবেশ্বর এলাকার বিভিন্ন কয়লা খনিতে শ্রমিক সংগঠনগুলি ধরনা কর্মসূচি পালন করেন। পাণ্ডবেশ্বর এর কুমারডিহি এ কোলিয়ারি এজেন্ট অফিসের সামনে ধর্নায় বসলেন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা। তাদের দাবি অবিলম্বে কেন্দ্র সরকার কয়লা খনি গুলিকে বেসরকারিকরণের যে পদ্ধতি নিয়েছেন তার থেকে পিছু হটতে হবে মোদি সরকার কে নইলে শ্রমিক সংগঠনগুলো বৃহত্তর আন্দোলনে নামবেন বলে হুমকি দেওয়া হয় সংগঠনের তরফে।
কোলিয়ারি চত্বরেই ধরনা কর্মসূচির আগেই প্রধানমন্ত্রীর কুশপুত্তলিকা পোড়ানো হয়।