সোমনাথ মুখার্জী, পাণ্ডবেশ্বর:- আগামীকাল অর্থাৎ বুধবার থেকে কোলিয়ারি গুলোতে “কমার্শিয়াল কোল” পদ্ধতি লাগু হতে চলেছে। এমনটাই দাবি শ্রমিক সংগঠনগুলোর। শ্রমিক সংগঠনগুলোর দাবি কমার্শিয়াল কোল পদ্ধতি চালু হলে কয়লা শিল্প সরাসরি বেসরকারিকরণের হাতে চলে যাবে । কয়লা শিল্পে বেসরকারিকরণ হলে সেখানে মেশিনের দ্বারা কয়লা উৎপাদন হবে ফলে প্রচুর মানুষ কাজ হারাবে।
শ্রমিক সংগঠন এইচ এম এস কুমারডিহি এ কোলিয়ারির সেক্রেটারি দিননাথ মুখার্জী জানান। মোদি সরকার কয়লা শিল্পের বেসরকারিকরণের পথে প্রথমে এফডিআই নীতি আনে ।শ্রমিক সংগঠনগুলির আন্দোলনের চাপে মোদি সরকার কে পিছু হাঁটতে হয় এমনটাই দাবি শ্রমিক সংগঠন গুলির। তাদের দাবি এফডিআই আই নীতি থেকে পিছু হটে কমার্শিয়াল কোল পদ্ধতি চালু করে সরাসরি কয়লা শিল্পকে বেসরকারিকরণের পন্থা নিয়েছেন মোদি সরকার।
শ্রমিক সংগঠনগুলোর দাবি তারা কোনোভাবেই কয়লা শিল্পকে বেসরকারিকরণ হতে দেবে না। তার জন্য যত বড় আন্দোলন সম্ভব তারা করবে। এই বিষয়কে সামনে রেখে আজ অন্ডাল, পাণ্ডবেশ্বর এলাকায় বিভিন্ন কোলিয়ারি তে শ্রমিক সংগঠন গুলি বিক্ষোভ কর্মসূচি পালন করল। পাণ্ডবেশ্বর এর কুমারডিহি এ কোলিয়ারি তে এইচ এম এস ,সিটু, ও আইএনটিটিইউসি প্রভৃতি শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা কোলিয়ারি কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি প্রদানের সাথে সাথে বিক্ষোভ কর্মসূচি পালন করল। শ্রমিক সংগঠনগুলোর পক্ষ থেকে বলা হলো আগামীকাল থেকে তারা কোলিয়ারি কর্তৃপক্ষের দপ্তরের সামনে ধর্নায় বসবেন।