সাংবাদিক সম্মেলনে দলের কাজের খতিয়ান তুলে ধরলেন ভি, শিবদাসন দাসু

0
552

সংবাদদাতা,রানীগঞ্জ- মঙ্গলবার রানীগঞ্জের একটা ভবনে , রানীগঞ্জ বিধান সভা এলাকায় তৃনমূলের কাজের খতিয়ান তুলে ধরলেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান ভি,শিবদাসন,দাসু । তার সাথে উপস্থিত ছিলেন রানীগঞ্জ বিধানসভার ছোট বড় সকল নেতৃবৃন্দ। চেয়ারম্যান সাহেব জানান,কোরোনা মহামারীর সংকট কালে যখন বিরোধী দলের কোনো নেতা আমলা কে রাস্তায় নেমে মানুষের কাজে লাগতে দেখতে পাওয়া যায়নি,সেই কঠিন সময় তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা দিনরাত এক করে কষ্টে থাকা সকল মানুষের কাছে গেছেন। কাউকে ত্রাণ, কাউকে আবার ত্রিপল বিলি করেছেন নিয়মিত। শুধুমাত্র রানীগঞ্জ শহরে কেন্দ্রের ৫০০০ মাস্ক ও ৭০ লিটারের বেশি স্যানিটাইজার বিতরণ করেছেন করা হয়েছে ও রানীগঞ্জ বিধানসভা কেন্দ্রের প্রতিটি অঞ্চলে রেশন,ঔষধ,মাস্ক ও স্যানিটাইজার বিলি করা হয়েছে তৃনমূলের তরফে। এলাকার অঞ্চলে অঞ্চলে ঘুরে জরুরি পরিষেবা দিয়েছেন । যেমন কাওকে রেশন তো কাউকে প্রয়জনীয় ঔষধ এবং চিকিৎসার ও ব্যবস্থা করেছেন।এছাড়াও কমিউনিটি রান্না ঘরের মাধ্যমে দীর্ঘদিন ধরে প্রত্যেকদিন অসংখ্য লোককে রান্না করা খাবার সরবরাহ করা হয়েছে।
অন্ডাল ব্লকের খান্দ্রা কলেজে কুয়ারিন্টেন সেন্টারে কুয়ারিন্টেনে থাকা ব্যক্তিদের তৃণমূল কংগ্রেসের তরফে প্রত্যেক দিন রান্না করা খাবার সরবরাহ করা হয়েছে।
দেশের তথা রাজ্যের এই সংকটের সময় শুধু তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরায় পীড়িত মানুষের পাশে দেখেছে সবসময়। মানুষের পাশে ড3খতে পাওয়া যায়নি বিরোধী দলের নেতা কর্মীদের বলে জানান,ভি,শিবদাসন, দাসু।

RAJLAXMI JEWELLERS
SAFAL FOUNDATION
ABHISEKH GLASS
DR PRASAD ROY
Chinmoy Sasthri

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here