পাপ্পু লোহার ‘পানাগর:- কাজ বন্ধ করে বিক্ষোভে কারখানার গেটের সামনে বসলেন পানাগড় শিল্পতালুকের শ্রমিকরা।
সোমবার সকাল থেকেই শ্রমিকরা কাজ বন্ধ করে বিক্ষোভে সামিল হয়।
তাদের অভিযোগ লকডাউনের সময় কোম্পানির কথা ভেবে তারা পালাবদল করে কাজ করেছে।কিন্তু যে চুক্তি হয়েছিলো সেই চুক্তি অনুযায়ী তাদের বেতন দেওয়া হয় নি। তাই চুক্তি অনুযায়ী বেতন না দিলে কাজ বন্ধ রাখবেন বলে স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন তারা।
এছাড়াও শ্রমিকরা বলেন কারখানার ভিতরে স্বাস্থ্য বিধি মেনে কাজ করলেও করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে পর্যাপ্ত পরিকাঠামোর অভাব রয়েছে কারখানার ভিতর। নেই জুতো,নেই পোশাক, ঝুঁকি নিয়েই কাজ করতে হয়েছে তাদের,জানাচ্ছেন শ্রমিকরা
তবে ঠিকেদারের সাথে কোনও রকম ভাবে যোগাযোগ করা সম্ভব হয়নি।