সোমনাথ মুখার্জী, লাউদোহা:- বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান ৫৩ টি পরিবারের। লাউদোহা গ্রাম পঞ্চায়েত এলাকায় আজ অর্থাৎ শনিবার এলাকার প্রায় ৫৩ টি পরিবারের সদস্যরা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন। বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি ও জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ সুজিত মুখার্জির তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন। দলীয় পতাকা হাতে তুলে দিয়ে বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি বলেন আমরা সকলে একসাথে মিলেমিশে কাজ করব। যারা হয়তো মান অভিমানে দল ছেড়ে চলে গিয়েছিল আজ ভুল বুঝতে পেরে ফিরে এসেছে তাদের সকলকে স্বাগত ভুলে সকলে মিলে একসাথে কাজ করব ও এলাকার উন্নয়নের কান্ডারী হব ।সদ্য বিজেপি ছেড়ে আসা তৃণমূলের বিকাশ বাউরি জানান ভুল বুঝে আমরা তৃণমূল ছেড়ে চলে গিয়েছিলাম বিজেপিতে। আজ নিজেদের ভুল বুঝতে পেরে তৃণমূলে ফিরে এলাম। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হিসেবে এলাকার উন্নয়নের কাজ করব ।
দলীয় পতাকা দেওয়ার সাথে সাথে বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি নিজের ভিজিটিং কার্ড সকলকে প্রদান করেন। বলেন কোনরকম অভাব-অভিযোগ হলে সরাসরি তার সাথে যোগাযোগ করতে।