লক ডাউনের জেরে আড়ম্বর অনুষ্ঠান ছাড়াই এবার উখরায় হবে জমিদার বাড়ির রথযাত্রা উৎসব

0
582

সোমনাথ মুখার্জী , অন্ডাল : কোন রকম আড়ম্বর অনুষ্ঠান ছাড়াই এবার উখরায় হবে জমিদার বাড়ির রথযাত্রা উৎসব। করোনা অতিমারি সময় সামাজিক দূরত্ব বজায় রাখা ও সরকারি স্বাস্থ্যবিধি মেনে চলার কারণে এবার রথের অনুষ্ঠানে কাটছাঁট করা হয়েছে বলে জানান উখরা জমিদারবাড়ির পক্ষে শোভনলাল সিং হান্ডে। উল্লেখ্য ইংরেজি ১৮৪০ সালে জমিদার বাড়ির উদ্যোগে উখরা গ্রামে রথ যাত্রার সূচনা হয়। সূচনা করেন তৎকালীন স্থানীয় জমিদার শম্ভুনাথ লাল সিংহ হান্ডে মহাশয়। তখন থেকে ধারাবাহিকভাবে প্রতি বছর পরম্পরা ও রীতি মেনে উখরা গ্রামে রথযাত্রা উৎসব পালিত হয়ে এসেছে। শুধু স্থানীয়রায় নয় রথ দেখতে আসেন দূরদূরান্ত থেকে অগণিত ভক্ত। বসে মেলাও। কিন্তু এবার করোনা সংক্রমণ এড়াতে কোন আড়াম্বর করা হবেনা বলে শনিবার সাংবাদিকদের জানান জমিদারবাড়ির পক্ষে শোভনলাল সিং হান্ডে মহাশয়। তবে আগামী ২৩ তারিখ রথের দিন তীথি ও নিয়ম মেনে সকাল ছয়টায় রথের উপর গোপীনাথজীউ এর মূর্তি চাপানো হবে। তবে অন্যান্য বছরের মতো এবার রথ বের করা হবে না। বসবেনা মেলাও। রথযাত্রার ১৮০ বছরের ইতিহাসে আগে যা কখনো হয়নি। করোনা সংক্রমণ এড়াতে ও সরকারি স্বাস্থ্যবিধি মেনে চলার কারণে এবার নিয়মের এই হেরফের বলে জানান শোভন বাবু।

RAJLAXMI JEWELLERS
SAFAL FOUNDATION
ABHISEKH GLASS
DR PRASAD ROY
Chinmoy Sasthri

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here