সড়কে দুর্ঘটনায় মহিলার মৃত্যু অন্ডালে

0
1443

সোমনাথ মুখার্জী, অন্ডাল : বুধবার রাত্রি আটটা নাগাদ দুই নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনায় মৃত্যু হল মহিলার । ঘটনাটি ঘটেছে অন্ডাল থেকে আসানসোল যাওয়ার রাস্তায় কাজোরা এরিয়া অফিস মোড় এলাকায় । মৃত মহিলার নাম চারুবালা বাগদি (২৫) । স্থানীয় সূত্রে জানা গেছে জামুড়িয়ার সামডি এলাকার বাসিন্ধা ক্ষমা বাগদী ও তার স্বামী দুর্গা বাগদি এদিন সকালে অন্ডালের ভাদুর গ্রামে আসেন স্বপন বাগদী নামে এক আত্মীয়র বাড়িতে । রাত্রি আটটা নাগাদ বাইক করে বাড়ি ফেরার পথে কাজোরা এরিয়া অফিস মোড়ের কাছে একটি ১০ চাকার ডাম্পার সজোরে ধাক্কা মারলে ঘটনাস্থলেই ক্ষমা দেবীর মৃত্যু হয় । তার স্বামী ও দুর্ঘটনায় আহত হন । পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ।

RAJLAXMI JEWELLERS
SAFAL FOUNDATION
ABHISEKH GLASS
DR PRASAD ROY
Chinmoy Sasthri

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here