সোমনাথ মুখার্জী,অন্ডাল- বিশিষ্ট সমাজসেবী সরণ সাইগল ও সুভাষ তেওয়ারীর উদ্যোগে উখরা এলাকার প্রায় ২০ জন খবরের কাগজ বিলি করার হকারদের হাতে ত্রাণ তুলে দেওয়া হল।
করোনা ভাইরাসের প্রকোপে সারা বিশ্ব কাঁপছে । বাদ পড়েনি আমাদের দেশ ভারত বর্ষও । দেশ জুড়ে এখনও চলছে লকডাউন। ফলে চরম সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ।
সবথেকে সাংঘাতিক ভাবে সমস্যায় পড়েছেন গরীব পরিবারের লোকজন। আজ তাদের সাহায্যে এগিয়ে এলেন উখরায় বিশিষ্ট সমাজসেবী সরণ সাইগল ও সুভাষ তিওয়ারি মহাশয়। আজ উখরায় সরণ বাবুর অফিস থেকে এলাকার খবরের কাগজ হকারদের হাথে ত্রাণ তুলে দিলেন । তাদের হাতে ত্রাণের প্যাকেট এ ছিল চাল,আলু,চিনি,পিঁয়াজ,সর্ষে তেল ,সাবান প্রভৃতি সংসারের রেশনের ব্যবহার্য্য প্রায় সব কিছুই। এই অসময়ে এইরকম ত্রাণ স্বরূপ খাবার দ্রব্য হাতে পেয়ে খুশি হকাররা।
এর সাথে সাথে উদ্যোক্তাদের তরফে স্থানীয় সংবাদিকদেরও সন্মান জানানো হয়।