পাপ্পু লোহার, কাঁকসা:- পারিবারিক অশান্তির জেরে উত্তপ্ত কাঁকসার দক্ষিণ কেনেলপার এলাকা। দুই পরিবারের মারামারিতে গুরুতর আহত রাজীব পন্ডিত ও তার বাবা জনদেব পন্ডিত। পানাগড় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে দুজনকে চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও বুধবার অসুস্থ বোধ করলে দুর্গাপুর মহকুমা হাসপাতালের ভর্তি করা হয় রাজীব পন্ডিত কে।
দোষীদের উপযুক্ত শাস্তির দাবিতে কাঁকসা থানার দারোস্ত হয়েছেন রাজীব বাবু।
রাজীব বাবুর অভিযোগ তার কাকার ছেলেরা দীর্ঘদিন ধরে তাদের জমি হরপ করার চেষ্টা চালাচ্ছে।এর আগেও তাদের মারধোর করা হয় বলে অভিযোগ।মঙ্গলবার রাত্রে চোখে লংকার গুঁড়ি ছিটিয়ে লোহার রড,বাঁশ দিয়ে তাকে এবং তারা বাবা কে মারধোর করা হয় বলে অভিযোগ। গোটা ঘটনার কাঁকসা থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন রাজীববাবু।