সোমনাথ মুখার্জী, লাউদোহা – লাউদোহায় ফের বিজেপি কর্মীদের মারধোর, গাড়ি ভাঙচুর,মাথা ফাটল কয়েকজন বিজেপি কর্মীর । অভিযোগ আবারও শাসকদলের বিরুদ্ধে ।
চলতি মাসের সোমবার লাউদোহার পানসিউলি গ্রামের বিজেপি কর্মী সরোজ বাউরিকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে অপহরণের অভিযোগ ওঠে শাসক দলের বিরুদ্ধে। শাসকদলের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করাও হয়।
আজ অর্থাৎ বৃহস্পতিবার সরোজ বাউরির পরিবারের সাথে দেখা করতে আসেন পশ্চিম বর্ধমান জেলার বিজেপির সভাপতি লক্ষণ ঘোরুই। পরিবারের সাথে দেখা করতে গিয়ে পুলিশ তাদের গ্রামে ঢুকতে বাধা দেয় বলে অভিযোগ লক্ষণ ঘোরুই এর । এরপর লক্ষণ ঘরুই এর নেতৃত্বে বিজেপি কর্মী সমর্থকেরা লাউদোহার ফরিদপুর থানার সামনের এসে ধারনায় বসেন। তাদের দাবি অবিলম্বে দোষী ব্যক্তিদের গ্রেপ্তার করতে হবে। লক্ষণ বাবু হুমকি দিয়ে বলেন শীঘ্রই দোষী ব্যক্তিরা গ্রেপ্তার না হলে সারা রাজ্য জুড়ে আন্দোলনে নামবেন তারা।
হয়না আন্দোলন শেষ করে বিজেপি কর্মী সমর্থকেরা ফিরে যাওয়ার সময় স্থানীয় তৃণমূলের লোকজন বাঁশ, লাঠি নিয়ে এসে বিজেপি নেতা কর্মীদের ব্যাপক মারধর করে ও তাদের গাড়ি ও ভাঙচুর করা হয় বলে অভিযোগ বিজেপির।
এই ঘটনায় বেশ কিছু বিজেপি নেতা সহ কয়রকজন বিজেপি কর্মীর মাথা ফাটে, এই ঘটনায় মত নয় জন বিজেপি কর্মী আহত হন। আহত বিজেপি কর্মীদের দুর্গাপুরে চিকিৎসার জন্য পাঠান হয় ।
অন্যদিকে তৃনমূলের নেতা সুজিত মুখার্জী জানান,লকডাউনের কারণে যখন মানুষ আজ দিশা হারিয়েছে,খেতে পাচ্ছেনা সেই সময় বিজেপির লোকেরা লাউদোহার পানসিউলি এলাকার রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় আর তাতেই কিছু স্থানীয় দের সাথে হাতাহাতিতে জড়িয়ে পড়ে বিজেপি। এর সাথে তৃনমূলের কোন যোগ নেই।