অন্ডালে কোরোনা সন্দেহভাজন ব্যক্তি মেলায় এলাকা সিল করল স্থানীয়রা।
নিজস্ব সংবাদদাতা, অন্ডাল:- অন্ডালে কোরোনা সন্দেহভাজন ব্যক্তি মেলায় এলাকা সিল করল স্থানীয়রা। ঘটনা অন্ডালের নাজিরাবাদ এলাকার। অন্ডালের নাজিরাবাদ এলাকার বছর 22 এর আমন শেখ চলতি মাসের 22 তারিখ শ্রমিক স্পেশাল ট্রেনে করে মুম্বাই থেকে বাড়ি ফেরেন। ট্রেন থেকে নামার পরই দুর্গাপুর স্টেশনে সমস্ত যাত্রীদের শারীরিক পরীক্ষা করা হয়। শারীরিক পরীক্ষায় আমন শেখের কিছু ।অনস্য মেলায় তাকে হোম কুয়ারেন্টাইন থাকার পরামর্শ দেওয়া হয়।
কিন্তু গতকাল অর্থাৎ সোমবার রাত্রি 8 তা নাগাদ দুর্গাপুরের কোভিড হসপিটাল থেকে লোক এসে তাকে নিয়ে যায়। ঘটনা এই রকম ঘটতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। তাহলে কি আমন শেখের কোরোনা পজেটিভ এসেছে ? তাই কি তাকে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় এমনটাই বলছেন স্থানীয়দের একাংশ। তাই এলাকার সুরক্ষা রক্ষার্থে স্থানীয় বাসিন্দারা পুলিশের সহায়তায় আজ তাদের এলাকা বাঁশ দিয়ে সিল করে দেন। স্থানীয় বাসিন্দা ফয়েজ আহম্মেদ জানান,আতঙ্কিত হবার কোনও কারণে নেই ,কারণ আমন শেখ সঠিক ভাবেই হোম কুয়ারেন্টাইন এ ছিল । তবে এলাকার সুরক্ষার কারণে পুরো এলাকা স্যানাটাইজ করা হয়েছে এবং সিল করা হয়েছে যতক্ষণ না আমন শেখের ফাইনাল রিপোর্ট আসে। তিনি জানান এখনো পর্যন্ত আমন শেখ কোরোনা পজেটিভ একথা বলা যায়না কারণ তার এখনো পর্যন্ত চূড়ান্ত রিপোর্ট আসেনি।