ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জী হেল্থ মিশননের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হলো

0
606

পাপ্পু লোহার ,পানাগর: মারণ ভাইরাস করোনার প্রকোপে সারা বিশ্ব আজ কাঁপছে। দেশ জুড়ে চলছে তৃতীয় দফার লকডাউন। লকডাউনের জেরে দোকান পাট, বাজার প্রায় বন্ধ। এই অবস্থায় দুবেলায় সামান্য খাবারের সমস্যায় পড়েছেন বিশেষ করে দিনমজুর ও ভবঘুরে ভিখারীরা। এই সংকটের মুহূর্তে তাদেরকে অন্ন তুলে দিতে রাজ্য সরকারের সাথে এগিয়ে এসেছে এগিয়ে এসেছেন ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জী হেল্থ মিশননের পক্ষ থেকে প্রয়াগপুর গ্রামে ৫০টি গরীব পরিবার কে চাল, ডাল, সবজী ,ও সাবান তুলে দেওয়া হয়। এদিন উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমানের কনভেনার মাননীয় মানিক বিশ্বাস ।

RAJLAXMI JEWELLERS
SAFAL FOUNDATION
ABHISEKH GLASS
DR PRASAD ROY
Chinmoy Sasthri

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here