সোমনাথ মুখার্জী, অন্ডাল- আবারও পুলিশের মানবিক মুখ দেখল অন্ডাল এলাকাবাসী। দেশের বিভিন্ন প্রান্তে পেটের তাগিদে কাজ করতে যাওয়া শ্রমিকরা আজ পরিযায়ী শ্রমিক হিসেবে পরিচিত হয়েছে। কেন্দ্র তথা রাজ্য সরকার সেইসব শমিকদের ঘরে ফেরানোর ব্যবস্থার কাজ শুরু করেছেন। এমত অবস্থায় ঘরে ফেরার জন্য ব্যাকুল পরিযায়ী শ্রমিকেরা, নানান প্রতিকূলতা কে মাথায় নিয়ে ঘরে ফিরতে ব্যস্ত। ঘরে ফেরার জন্য সাইকেল নিয়ে ঘরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তারা। ঠিক এরকমই ঘটনা ঘটেছে গতকাল রাত্রে অন্ডাল এলাকায়।স্থানীয়রা দেখতে পান প্রায় ২০০র মত সাইকেল-আরোহী একসাথে যাচ্ছেন। খবর দেওয়া হয় অন্ডাল থানায়। সঙ্গে সঙ্গে থানার ভারপ্রাপ্ত আধিকারিক পার্থ ঘোষ ঘটনাস্থলে পৌঁছান। সঙ্গে সঙ্গে পৌঁছান বিষ্ণুদেব নুনিয়া ও তার লোকজন। সেই সাইকেল আরোহীদের জিজ্ঞাসাবাদ করে জানতে পারা যায় তারা দেশের বিভিন্ন প্রান্তে কাজ করতে গিয়েছিলেন। মারণ ভাইরাস করোনার জেরে লকডাউন চলছে সারাদেশে। আর তার ফলেই তারা বাড়ি ফিরতে পারছিলেন না। তাই নিজেদের দু -চাকার বাই সাইকেল নিয়েই নিজেদের ঘরের উদ্দ্যেশে রওনা দিয়েছিলেন তারা। কেউ আসছেন সুদূর চেন্নাই থেকে কেউ হুগলি কেউ বা আবার হায়দ্রাবাদ থেকেও সাইকেল ভরসা করেই আসছেন। পরিযায়ী শ্রমিকরা কেও বিহার,কেও ঝাড়খন্ড কেও মালদার বাসিন্দা বলে জানা যায়। খবর পাওয়া মাত্রই
স্থানীয় প্রশাসন অন্ডাল এলাকায় তাদের দাঁড় করিয়ে তাদের রাতের খাওয়া দাওয়ার ব্যবস্থা করেন, এবং সরকারি বাস করে তাদের নিজ নিজ জায়গায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন। এইরকম একটা মানবিক কাজে স্বশরীরে হাজির ছিলেন এসিপি স্বপন দত্ত ভারপ্রাপ্ত আধিকারিক পার্থ ঘোষ ও অন্যান্য পুলিশ অফিসারেরা ,ছিলেন শাসক দলের নেতা বিষ্ণুদেব নুনিয়া।