সোমনাথ মুখার্জি,লাউদোহা- আবারও চুরির ঘটনা ঘটল লাউদোহার মাদারবুনি কলিয়ারী এলাকায়।
গতকাল রাত্রে নিজের বাড়িতেই শুয়েছিলেন মুকেশ যাদব ও তার নানু দেবী । নানু দেবী জানান ,কয়েকদিন ধরে তাদের বাড়িতে রাজমিস্ত্রির কাজ করছেন কাঞ্চন রুইদাস নামে এক ব্যক্তি। আজ সকাল ৫ টা নাগাদ কাঞ্চন ফোন করে তাদের জানান যে তাদের বাড়িতে চুরি হয়েছে। আশ্চর্যের বিষয়ে যাদের বাড়িতে চুরি হয়েছে তারা ততক্ষণ পর্যন্ত জানতেন না যে তাদের বাড়িতে কিছু চুরি হয়েছে । জানাজানি হতেই বাড়ির লোকেরা দেখেন যে সত্যিই তাদের বাড়ি থেকে একটা বাক্স উধাও। তার মধ্যেই ছিল নগদ প্রায় ৬৫ হাজার টাকা,আড়াই ভরি সোনার গহনা বলে বাড়ির নানু দেবী। মুকেশ যাদব পেশায় খাটাল চালান। তাদের আসল বাড়ি বিহার।
প্রাথমিকভাবে মনে করা হচ্ছে জান চোরেরা জানলা ভেঙ্গে ঘরের ভেতর ঢুকে চুরি করে চম্পট দেয়। ঘটনাস্থলে পৌঁছায় লাউদোহা ফরিদপুর থানার পুলিশ। তবে এলাকায় প্রশ্ন উঠছে মিস্ত্রি কাঞ্চন রুইদাস কিভাবে জানতে পারলো যে প্রকাশের বাড়িতে চুরি হয়েছে ?সন্দেহবশত পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য কাঞ্চন রুইদাস সহ বেশ কয়েকজনকে আটক করেছে ।