সোমনাথ মুখার্জী, অন্ডাল- অন্ডালের খাস কাজড়া দশ নম্বর পিট এলাকায় আজ সকালে এক ইসিএল কর্মীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। মৃত কর্মীর নাম দীপক বাউরি(48)।
সংশ্লিষ্ট কলিয়ারির এক কর্মী আজ সকালে নিজের কাজে এসে লক্ষ্য করেন কলিয়ারির কামারশালায় দীপকের ঝুলন্ত দেহ। মৃত দীপক ওই কলিয়ারির কামারসালাতেই কাজ করত। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় কলিয়ারী কর্তৃপক্ষকে । খনি কর্তৃপক্ষ অন্ডাল থানায় খবর দেয়। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়।
যদিও স্থানীয় সূত্রে জানা যাচ্ছে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে এটা একটা আত্মহত্যার ঘটনা। তবে পুলিশ পুরো বিষয়টার তদন্ত শুরু করেছে।