সোমনাথ মুখার্জি, পান্ডবেশ্বরঃ পান্ডবেশ্বর বিধান সভার গ্রাম পঞ্চায়েত এলাকায় করোনা ভাইরাসের মোকাবিলায় স্যানিটাইজেশন করার জন্য মঙ্গলবার স্প্রে মেশিন দিলেন বিধায়ক জিতেন্দ্র তেওয়ারি। এমএলএ ফান্ড বা বিধায়ক তহবিল থেকে বিধায়ক ২৪ টি স্প্রে মেশিন দেন। এই প্রসঙ্গে বিধায়ক বলেন, করোনা ভাইরাসকে আটকাতে হলে স্যানিটাইজেশনের ওপর বেশী করে জোর দিতে হবে। নিজেদের এলাকাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। পান্ডবেশ্বর বিধানসভার পান্ডবেশ্বর ও লাউদোহায় ৬টা করে মোট ১২ গ্রাম পঞ্চায়েত আছে। বিধায়ক তহবিল থেকে এদিন প্রতি পঞ্চায়েতকে ২টো করে মোট ২৪ স্যানিটাইজার স্প্রে মেশিন দেওয়া হলো। এই কাজে প্রধান ও উপপ্রধানদের নজরদারি করতে হবে। পুরো পান্ডবেশ্বর বিধান সভা এলাকায় উন্নয়ন ও সামাজিক কাজের পাশাপাশি স্যানিটািজেশন করতে হবে। সবাই একটা টিম হয়ে কাজ করে করোনা ভাইরাসকে হারাবো।