আসানসোলঃ আসানসোল পুরনিগমের স্বাস্থ্য ও সাফাই কর্মী দের মধ্যে সোমবার পিপিই বা পার্সোনাল প্রোটেকশন ইক্যুইপমেন্ট সহ অন্যান্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়। এইসব যৌথ ভাবে তুলে দেন পুরনিগমের মেয়র জিতেন্দ্র তেওয়ারি ও পুরকমিশনার খুরশিদ আলি কাদরি। পুরকমিশনার এই প্রসঙ্গে বলেন, মেয়রের নির্দেশে এই সময় একবারে সামনের সারিতে থেকে যেসব কর্মী কাজ করছেন, তাদের পিপিই, মাস্ক সহ অন্যান্য সামগ্রী দেওয়া হলো। যাতে তারা সুরক্ষিত থেকে কাজ করতে পারেন। করোনা ভাইরাসের সঙ্গে লড়াইয়ে এরাই আমাদের হিরো। তিনি আরো বলেন, মেয়র সিদ্ধান্ত নিয়েছেন সব সাফাই কর্মীদের ১০ কেজি চালের সঙ্গে, বেতন ছাড়াও ৫০০ টাকা করে অতিরিক্ত দেওয়া হবে। আমাদের দায়িত্ব এইসব কর্মী দের সামাজিক সুরক্ষা দেওয়া। খুব শীঘ্রই এদের জন্য স্বাস্থ্য শিবির করা হবে। পুরকমিশনার বলেন, পুরনিগমের সব ওয়ার্ডে স্যানিটাইজেশনের কাজ করা হবে। একটা ওয়ার্ডও বাকি থাকবে না। করোনাকে আমরা সবাই মিলে একসঙ্গে হারাবো।